

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুপ্রিম কোর্টে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভোটার তালিকার উন্মুক্ত প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, গত রবিবার (২৪ আগস্ট) ঢাবির চার শিক্ষার্থী—আইন বিভাগের সাখাওয়াত জাকারিয়া, অর্থনীতি বিভাগের রিদওয়ান মন্ডল রিফাত, অপরাধবিজ্ঞান বিভাগের তাসনিম জুমা এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবিকুন নাহার তামান্না—রিট আবেদন করেন। তাদের মধ্যে তিনজন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী। আর রিদওয়ান মন্ডল রিফাত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটে বলা হয়, ভোটার তালিকার তথ্য সবার জন্য উন্মুক্ত রাখা শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার অধিকারের জন্য হুমকি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ছবি জনসমক্ষে থাকায় নানা হয়রানির শিকার হতে হয়েছে। তাই ওয়েবসাইটে তালিকা রাখা হলেও তা যেন নিয়ন্ত্রিত প্রবেশাধিকার-সাপেক্ষ হয় এবং নারী শিক্ষার্থীদের ছবি অপসারণ করা হয়।
সাখাওয়াত জাকারিয়া জানান, “আমরা চাইছিলাম ওয়েবসাইটে ভোটার তালিকা থাকুক, তবে শুধু শিক্ষার্থীরা নিজস্ব তথ্য দিয়ে লগইন করে দেখতে পারবে। নারীদের ছবিও পাবলিক থাকবে না। কিন্তু রিটের পর প্রশাসন পুরো তালিকাই সরিয়ে ফেলেছে, যা আমরা চাইনি। ভোটার তালিকা সবার জন্য অদৃশ্য করা হলে শিক্ষার্থীরা বঞ্চিত হবে।”
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ ফেসবুকে এক পোস্টে জানান, এই রিটে তাদের প্যানেলের প্রার্থী সাখাওয়াত জাকারিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বলেন, “পর্দানশীন নারীদের ছবি নিয়ে ইতোমধ্যে নানা ধরনের হয়রানির ঘটনা ঘটেছে। প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম। এর ফলেই বিশ্ববিদ্যালয় নতুন সিদ্ধান্ত নিয়েছে।”
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না। শুধুমাত্র সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দপ্তরগুলোতেই তা দেখা যাবে।
মন্তব্য করুন