বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর শয্যাসঙ্গী ‘প্রিয় বান্ধবীকে ‘ধন্যবাদ’ জানিয়ে ব্যানার টাঙালেন স্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম
স্বামীকে সঙ্গ দেওয়ার জন্য তোকে ধন্যবাদ
expand
স্বামীকে সঙ্গ দেওয়ার জন্য তোকে ধন্যবাদ

চীনের হুনান প্রদেশের চাংশা শহরে এক নারী তার স্বামী ও প্রিয় বান্ধবীর গোপন সম্পর্ক ফাঁস করতে অভিনব কৌশল বেছে নিয়েছেন।

ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে আলোচনার ঝড় উঠেছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে বুঝতে পারেননি যে তার স্বামী পাঁচ বছর ধরে তারই ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। বিষয়টি ধরা পড়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও নীরবে সহ্য না করে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন।

বান্ধবীর বাসার বাইরে তিনি কয়েকটি ব্যানার টাঙিয়ে দেন। একটিতে লেখা ছিল—“১২ বছরের প্রিয় বান্ধবী, গত পাঁচ বছর ধরে আমার স্বামীকে সঙ্গ দেওয়ার জন্য তোকে ধন্যবাদ।”

অন্য একটি ব্যানারে উল্লেখ করা হয়, অফিস সময়ে বান্ধবী স্বামীর সঙ্গে হোটেলে যেত।

ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই স্ত্রীর সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মনে করছেন— এ ধরনের প্রকাশ্য ব্যঙ্গ স্বামী ও বান্ধবীর ব্যক্তিগত জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন