শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আনিসুল হকের বান্ধবীর ১১৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার ঘনিষ্ঠজন তৌফিকা করিম
expand
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার ঘনিষ্ঠজন তৌফিকা করিম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) ও ঘনিষ্ঠজন তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, এসব হিসাবে অবৈধভাবে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

আদালত জানান, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর প্রভাব ব্যবহার করে আদালতে আসামির জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ বিভিন্ন মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। পরে সেই অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি, জমি কেনা এবং বিদেশে অর্থ পাচারসহ মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে।

জব্দ করা ১১৪টি হিসাবে মোট জমা হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা এবং উত্তোলন হয়েছে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা। বর্তমানে এসব হিসাবে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার করে সংগঠিতভাবে অর্থ পাচারের প্রমাণ মেলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন। অর্থ জব্দ না করলে অন্যত্র হস্তান্তরের আশঙ্কা রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ ব্যাংককে হিসাবগুলো স্থায়ীভাবে অবরুদ্ধকরণের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন