মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চানখারপুলে হত্যা মামলার রায় আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি
expand
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী সাহারিয়ার খান আনাস সহ ৬ জন।

এ মামলায় পাঁচ মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এটি পুলিশের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলার রায়।

মামলায় পলাতক প্রধান ৪ আসামি হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ও মোহাম্মদ ইমরুল।

গত বছরের ১৪ জুলাই মামলাটির বিচার শুরু হয়। পরবর্তীতে ১১ আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপসহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দিতে।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন যা সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X