শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যায় সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
শহীদ শরিফ ওসমান হাদি
expand
শহীদ শরিফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার(১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন। এ সময় উপস্থিত তারা তাদের দোষ স্বীকার করেন।

এর আগে, শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদীর তরুয়া এলাকার বিলের পানির মধ্যে থেকে র‌্যাব উদ্ধার করেছিল। ওই সময় ফয়সালকে আটক করা হয়, যিনি প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু।

১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলা (ধারা ৩০২) হিসেবে পরিবর্তিত হয়। এ পর্যন্ত মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছে ফয়সাল করিম মাসুদের পরিবার ও সহযোগীরা মো. হুমায়ুন কবির, মোসা হাসি বেগম, সাহেদা পারভীন সামিয়া, মারিয়া আক্তার লিমা, ওয়াহিদ আহমেদ সিপু, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, মো. কবির, সিবিউন দিউ, সঞ্জয় চিসিম এবং আমিনুল ইসলাম রাজু। এর মধ্যে কয়েকজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

১২ ডিসেম্বর মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় অটোরিকশায় বহনকালে ওসমান হাদিকে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা গুলি করে পালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয় এবং তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X