

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (অস্ট) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী "জব ফেয়ার ২০২৫"। শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের সক্রিয় অংশগ্রহণে এ আয়োজন রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
এবারের মেলায় ৪০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রযুক্তি, প্রকৌশল, এফএমসিজি এবং টেক্সটাইলসহ বিভিন্ন খাতের খ্যাতনামা কোম্পানিগুলো উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের জন্য চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ উন্মুক্ত করে। দিনব্যাপী প্রায় আড়াই হাজারের বেশি শিক্ষার্থী ও স্নাতকরা নিজেদের সিভি জমা দেন এবং প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। পাশাপাশি কয়েকটি কোম্পানিতে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার ব্যবস্থাও ছিল।
"এক্সিলেন্স বাংলাদেশ" ও বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেটিক্স ক্লাবের যৌথ উদ্যোগে, এবং "শি-স্টেম" এর সহায়তায় আয়োজিত এই কর্মমেলা শিক্ষার্থী ও শিল্প খাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য রাখা হয় বিশেষ আয়োজন। নারী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধার মাধ্যমে নারী ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পায়।
অনুষ্ঠানের উদ্বোধনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল হক বলেন, "আমাদের শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে নিতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ আয়োজন তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে।"
এ সময় উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের এ টু আই প্রোগ্রামের নীতিমালা বিশ্লেষক মো. আফজাল হোসাইন সারওয়ার, রিসোর্স মোবিলাইজেশন বিভাগের প্রধান মো. শাহরিয়ার হাসান জিসান, লাইট ক্যাসেল পার্টনারসের সিনিয়র বিজনেস কনসালটেন্ট ও প্রজেক্ট ম্যানেজার ওমর ফারহান খানসহ আরও অনেকে।
মন্তব্য করুন
