

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির জানিয়েছেন, নতুন বেতন কমিশনের সুপারিশ আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়া সম্ভব।
রবিবার (২৩ নভেম্বর) তিনি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
বাদিউল কবির বলেন, “কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছেন। কমিশন ইচ্ছা করলে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে পারবেন।
অন্ততপক্ষে সারসংক্ষেপ হলেও সময়মতো জমা দেওয়া উচিত। অন্যথায় কর্মচারীরা আন্দোলনে নেমে আসবেন।”
তিনি আরও বলেন, “কর্মচারীরা এখন একজোট। তারা যেকোনো সময়ে যেকোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত। আমরা কমিশনকে সময় দিচ্ছি, তবে এই সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
দাবিদাওয়া মানা না হলে আগামী ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কমিশন তখন এক বছরের কাজ এক সপ্তাহে করতে বাধ্য হবে।”
জানা গেছে, নতুন পে স্কেল প্রণয়নের জন্য গঠিত কমিশন ইতিমধ্যে সুপারিশ তৈরির প্রায় অর্ধেক কাজ শেষ করেছে।
আগামী সপ্তাহে সচিবদের মতামত নেওয়ার পর কমিশন চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা কাঠামো নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশের কাজের জন্য আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
