শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারী প্রার্থীদের জন্য শিক্ষক নিয়োগে নতুন নিয়ম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে ছয় বিভাগের আবেদন প্রক্রিয়া ৮ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১০,২১৯টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের ছয়টি বিভাগের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম ধাপে ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।

বিজ্ঞপ্তিতে ২০টি শর্ত যুক্ত করা হয়েছে।

এর মধ্যে ১০ নম্বর শর্তে বলা হয়েছে, বিবাহিত নারী প্রার্থীরা আবেদনে তাদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে প্রার্থী যেটি আবেদনে উল্লেখ করবেন, তার প্রার্থিতা সেই উপজেলা/ শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। উপজেলা/ শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে প্রার্থী যেটি আবেদনে উল্লেখ করবেন, তার প্রার্থিতা সেই উপজেলা/ শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। উপজেলা/ শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে।

এ ছাড়া প্রার্থী যে উপজেলা/ শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তিনি সে উপজেলা/ শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা/উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগে আবেদন শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০টা) থেকে যা চলবে আগামী ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯টা) পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন