সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে ২০%

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
ইন্টারনেট সার্ভিস
expand
ইন্টারনেট সার্ভিস

নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়নের ফলে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মূল্য ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সোমবার (৩ নভেম্বর) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নীতিমালার কারণে গ্রাহক পর্যায়ে খরচ বাড়বে—যেমন ৫০০ টাকার সংযোগে অতিরিক্ত ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে বাড়বে ২০০ টাকা।

আমিনুল হাকিম সতর্ক করে বলেন, এই নীতি সংশোধন না হলে দেশের ডিজিটাল কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন