

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়নের ফলে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মূল্য ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
সোমবার (৩ নভেম্বর) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নীতিমালার কারণে গ্রাহক পর্যায়ে খরচ বাড়বে—যেমন ৫০০ টাকার সংযোগে অতিরিক্ত ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে বাড়বে ২০০ টাকা।
আমিনুল হাকিম সতর্ক করে বলেন, এই নীতি সংশোধন না হলে দেশের ডিজিটাল কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।
মন্তব্য করুন
