

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভিডিও দেখার সমার্থক নাম এখন ইউটিউব। একসময় যেখানে ভিডিওর মান সীমিত ছিল ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনে, সেখানে এখন এইচডি, ফুল এইচডি এমনকি ৪কে মানেও ভিডিও দেখা যায়। এবার ভিডিওর গুণগত মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন এই প্ল্যাটফর্ম নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন প্রযুক্তি ‘সুপার রেজল্যুশন’।
এই প্রযুক্তির মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে নিম্ন রেজল্যুশনের ভিডিওগুলোর মান বৃদ্ধি করবে। বিশেষ করে ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিও এআই প্রযুক্তির সাহায্যে রূপান্তরিত হবে এইচডি মানে, যাতে বড় পর্দা বা স্মার্ট টিভিতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়।
ইউটিউব জানিয়েছে, সুপার রেজল্যুশন প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা, রঙের ভারসাম্য ও বিস্তারিত অংশ উন্নত করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিওগুলোও আরও স্পষ্ট ও জীবন্তভাবে দেখা যাবে।
প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর ক্ষেত্রে চালু করা হবে। পরবর্তীতে এটি ৪কে রেজল্যুশনেও কার্যকর করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চাইলে ব্যবহারকারীরা এই ফিচার বন্ধও রাখতে পারবেন, যাতে ভিডিওর মূল মান অপরিবর্তিত থাকে।
ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও এসেছে পরিবর্তন। এখন থেকে ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ দেখতে পারবেন। এছাড়া শো, বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে খুঁজে পাওয়া যায়।
কনটেন্ট নির্মাতাদের জন্যও এসেছে নতুন সুযোগ। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইল সাইজ ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা এখন ৪কে মানের উচ্চ রেজল্যুশনের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।
এছাড়া পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা, যার মাধ্যমে দর্শকরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা ক্রয় করতে পারবেন।
মন্তব্য করুন
