শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপ আনল যে নতুন কারিসমা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ পিএম
হোয়াটসঅ্যাপ
expand
হোয়াটসঅ্যাপ

অফিসের কাজ হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, হোয়াটসঅ্যাপ এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যবহারকারীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিত নতুন ফিচার আনছে মেটার মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এবার যোগ হয়েছে এমন একটি ফিচার, যা ফোনের স্টোরেজ ম্যানেজ করা আরও সহজ করে দেবে।

ফিচারটি কিভাবে কাজ করে:

প্রথমে অ্যান্ড্রয়েডের ২.২৫.৩১.১৩ ভার্সনে দেখা গিয়েছিল ফিচারটি, এবং এখন এটি আইওএস-এও চালু হয়েছে। নতুন আপডেটে স্ক্রিনে এমন অপশন যুক্ত হয়েছে, যেখানে ব্যবহারকারীরা সহজেই ফোনের ডেটা ও স্টোরেজের অবস্থা দেখতে এবং নিয়ন্ত্রণ করতে পারবেন।

এই ফিচারের মাধ্যমে চ্যাটে জমে থাকা বড় ফাইলগুলো এক ক্লিকে দেখা, বাছাই করা এবং মুছে ফেলা যাবে। ব্যবহারকারীরা চাইলে সবচেয়ে পুরনো, সবচেয়ে নতুন বা সবচেয়ে বড় ফাইল অনুযায়ী ফাইল সাজিয়ে দেখতে পারবেন। এতে ফোনের মেমরি খালি রাখা অনেক সহজ হবে।

বর্তমানে ফিচারটি বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু হলেও, শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে।

ভারতের নতুন প্রতিদ্বন্দ্বী:

সম্প্রতি ভারতের মেসেজিং অ্যাপ ‘আরাত্তাই’ হোয়াটসঅ্যাপকে জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে। ২০২১ সালে চালু হওয়া এই অ্যাপের নাম তামিল শব্দ ‘আরাত্তাই’, যার অর্থ ‘চ্যাট’।

আরাত্তাই হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং, ছবি-ভিডিও শেয়ার এবং কলিং সুবিধা দেয়। দ্রুত বেড়ে চলা ব্যবহারকারীর কারণে এটি এখন অ্যাপ স্টোরে শীর্ষে। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপের নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচারকে সংস্থা নিজেদের জনপ্রিয়তা ধরে রাখার বড় হাতিয়ার হিসেবে দেখছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন