

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ব্যর্থ হওয়ার কারণে ক্ষতিপূরণ দিতে শুরু করেছে মেটা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি শিকাগোর প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যেই কিছু ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ জমা পড়েছে।
২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল।
এসব তথ্য রাজনৈতিক প্রচারণা ও বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। এ ঘটনায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার অভিযোগ ওঠে।
২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ফেসবুক ও ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২২ সালের ডিসেম্বরে মেটা ৭২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছায়।
ক্ষতিপূরণের অর্থ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরাই পাবেন। যাদের ২০০৭ সালের ২৪ মে থেকে ২০২২ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় অ্যাকাউন্ট ছিল, তারা আবেদন করতে পেরেছেন। এমনকি এই সময়ে অ্যাকাউন্ট থাকলেও বর্তমানে বন্ধ থাকলে ক্ষতিপূরণের জন্য আবেদন করা সম্ভব ছিল। তবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা এই সুবিধার আওতায় পড়বেন না।
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে একটি পয়েন্ট সিস্টেমে। প্রতি মাসের জন্য ব্যবহারকারীরা একটি পয়েন্ট পাবেন। উদাহরণস্বরূপ, ১০ বছর ধরে সক্রিয় থাকলে ব্যবহারকারী পাবেন ১২০ পয়েন্ট। পয়েন্ট যত বেশি, ক্ষতিপূরণের অঙ্কও তত বেশি হবে। অর্থ প্রদান করা হবে ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল, ভেনমো, ভার্চুয়াল প্রিপেইড মাস্টারকার্ড কিংবা চেকের মাধ্যমে।
এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, ব্যক্তিগত তথ্য সুরক্ষার গুরুত্ব কতটা অপরিহার্য। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে যেমন ব্যবহারকারীদের সতর্ক থাকা প্রয়োজন, তেমনি প্রতিষ্ঠানগুলোকেও বাড়তি দায়িত্বশীল হতে হবে।
মন্তব্য করুন

