বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এই প্রথমবার এত সস্তা দামে পাচ্ছে আইফোন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
আইফোন ১৭ই
expand
আইফোন ১৭ই

অ্যাপল এবার এমন এক আইফোন আনতে যাচ্ছে, যা অনেক মধ্যবিত্তের হাতেও পৌঁছে যেতে পারে। টেক দুনিয়ায় জোর আলোচনা খুব কম দামে আসছে আইফোন ১৭ই, যা ২০২৬ সালের শুরুর দিকেই বাজারে দেখা যেতে পারে। এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছোট উদ্যোক্তা কিংবা সাধারণ চাকরিজীবী যারা এতদিন উচ্চ মূল্যের কারণে অ্যাপলের ফোন ব্যবহার করতে পারতেন না, তাদের জন্য এই মডেলটি হয়ে উঠতে পারে সহজ প্রবেশদ্বার। ‘এ’ সিরিজের নতুন বাজেট ডিভাইসটি পারফরম্যান্সে বিশেষ নজর দেবে বলে জানা গেছে।

আইফোন ১৭ই মডেলে যুক্ত হবে আরও শক্তিশালী এ১৯ চিপ, যা ডিভাইসের গতি ও কার্যক্ষমতা বাড়াবে। সঙ্গে থাকছে ৮ জিবি র‍্যাম, নতুন অ্যাপল সি১ মডেম এবং ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা আগের তুলনায় অনেক উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

ডিজাইনের দিক থেকে তেমন বড় কোনো পরিবর্তন না থাকলেও পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে। ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং পরিচিত নচ ডিজাইন আগের মতোই থাকছে।

অ্যাপলের বাজেট ডিভাইসের তালিকা শুধু ফোনে সীমাবদ্ধ থাকছে না। একই লাইনআপে যোগ হতে পারে নতুন একটি ম্যাকবুক ও আইপ্যাডও। বাজেট ম্যাকবুকটি ১৩-ইঞ্চি ডিসপ্লে ও এ১৮ প্রো চিপসহ আসতে পারে যা বর্তমানে আইফোন ১৬ প্রো সিরিজে ব্যবহৃত হচ্ছে। ছাত্র, তরুণ পেশাজীবী এবং ছোট ব্যবসায়ীদের জন্য এটি কম খরচে প্রযুক্তি ব্যবহারের নতুন সুযোগ তৈরি করবে।

এ–ছাড়া বাজেট আইপ্যাডেও থাকতে পারে এ১৮ প্রসেসর ও ৮ জিবি র‍্যাম, যা পড়াশোনা বা কাজের জন্য ব্যবহারকারীদের জন্য দারুণ উপযোগী হবে।

আইফোন ১৭ই এবং নতুন ম্যাকবুকের সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে ৬৯৯–৮৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫,৬০০ থেকে ১ লাখ ১০ হাজার টাকার মধ্যে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন