

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ভবিষ্যতে যারা দেশের সরকার প্রধান হবেন, তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত। তিনি এই পরামর্শ দিয়েছেন পিলখানা হত্যাকাণ্ড বিষয়ক তথ্যচিত্র নিয়ে এক ফেসবুক পোস্টে।
ফারুকী লিখেছেন, তিনি ‘পিলখানা: থার্টি সিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’ ডকুমেন্টারি গাড়িতে বসে আবার দেখছিলেন। তিনি উল্লেখ করেছেন, জেনারেল শাকিল ও হত্যাকাণ্ডের সময়কার রাষ্ট্রনেতার কথোপকথন দেখলে তিনি গা হিম হয়ে যায়।
তিনি প্রশ্ন তুলেছেন, কিভাবে র্যাব পাঠানো বা হেলিকপ্টার ব্যবস্থার নামে ৫৭ জন অফিসারকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। এই ঘটনার পেছনে সেনাবাহিনীর প্রতি প্যাথলোজিক্যাল হেট্রেড কাজ করেছে কি না, তা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেছেন।
‘থার্টি সিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’ তথ্যচিত্রটি নির্মিত হয়েছে ফ্যাসিবাদী শাসন ও জুলাই অভ্যুত্থান বিষয়ক প্রকল্পের আওতায়। এতে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ফুটে উঠেছে।
তথ্যচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, পুরাতন ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র। সাক্ষাৎকার দিয়েছেন লে. কর্নেল (অব.) শামসুজ্জামান খান (র্যাব-২-এর সাবেক অধিনায়ক), ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক (বিডিআর হত্যাকাণ্ড তদন্ত সমন্বয়ক) এবং ক্যাপ্টেন (অব.) রেজাউল করিম রেজা (সাবেক র্যাব কর্মকর্তা) প্রমুখ।
গতকাল (১ সেপ্টেম্বর) সোমবার এই তথ্যচিত্রটি সরকারি অনুষ্ঠানে অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন
