

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৬৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১২৮ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
প্রতিবেদন বলছে, সর্বশেষ ৩ জন মৃত্যুর মধ্যে ২ জন ঢাকা উত্তর ও ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত শুধু ঢাকা দক্ষিণেই সর্বাধিক ৭৭ জনের মৃত্যু হয়েছে।
গত একদিনে বরিশাল বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে ১২২ জন, ঢাকা উত্তরে ১১৬ জন, চট্টগ্রামে ৮৯ জন, রাজশাহীতে ৩৯ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের। এর মধ্যে ঢাকা দক্ষিণে ৭৭, চট্টগ্রামে ২১, বরিশালে ১৯, ঢাকা উত্তরে ১৫, রাজশাহীতে ৭, খুলনায় ৫, ময়মনসিংহে ৪ এবং ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন।
মন্তব্য করুন
