বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৭৮২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম
expand
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৭৮২

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। একই সময়ে নতুন করে ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগে সর্বাধিক ১৭৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ঢাকায় ১৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৮ জন, দক্ষিণ সিটিতে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, রাজশাহীতে ৬৪ জন, খুলনায় ৫৭ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১১ জন এবং সিলেটে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—১০৪ জন। এছাড়া বরিশালে ৩২ জন, ঢাকা উত্তরে ২৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৭ জন, খুলনায় ৬ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন