শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
expand
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬

দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, একই সময়ে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকাসহ সারাদেশে নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রামে ৭০ জন, ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৭৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩ জন, ময়মনসিংহে ২৮ জন, রাজশাহীতে ২৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন, আর এই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৬১২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছর মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৯৬ জনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন