শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আজ মৃত্যু নেই, নতুন আক্রান্ত ২১৯

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
expand
ডেঙ্গুতে আজ মৃত্যু নেই, নতুন আক্রান্ত ২১৯

মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই সময়ে নতুন করে ২১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৪ হাজার ৬৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৯ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন।

এ ছাড়া গত একদিনে সারা দেশে ২৫৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৪৭৮ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন