শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

১ ভরি স্বর্ণের দামে কেনা যাচ্ছে ১টি বাইক! বিয়ের বাজারে দিশেহারা মধ্যবিত্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
expand
১ ভরি স্বর্ণের দামে কেনা যাচ্ছে ১টি বাইক! বিয়ের বাজারে দিশেহারা মধ্যবিত্ত

বিয়ের ভরা মৌসুমে স্বর্ণের লাগামহীন দামে অস্থির হয়ে উঠেছে দেশের গয়নার বাজার। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দাম অনুযায়ী, বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম (নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা) যে পর্যায়ে পৌঁছেছে, তা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে এক ভরি অলংকারের মোট খরচ দিয়ে অনায়াসেই একটি ভালো মানের মোটরবাইক কেনা সম্ভব।

স্বর্ণের এই আকাশচুম্বী দামের কারণে বিয়ের বাজেটে বড় ধরনের কাটছাঁট করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। এর ফলে প্রথাগত সোনার গয়নার বদলে বাড়ছে ইমিটেশন বা ‘সিটি গোল্ড’-এর চাহিদা।

বাইক বনাম ১ ভরি স্বর্ণ: খরচের হিসাব বাজার বিশ্লেষণ করে দেখা যায়, বর্তমানে দেশে ১৫০ সিসির জনপ্রিয় ব্র্যান্ডের মোটরবাইকগুলোর দাম ২ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৬৫ হাজার টাকার মধ্যে।

অন্যদিকে, বাজুসের বর্তমান রেট অনুযায়ী ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং অলংকার তৈরির মজুরি (মিনিমাম ৩-৪ হাজার টাকা) যোগ করলে এক ভরি গয়নার চূড়ান্ত দাম গিয়ে ঠেকছে ১ লাখ ৫২ হাজার থেকে ১ লাখ ৫৫ হাজার টাকায়।

অর্থাৎ, একটি পরিবারের জন্য এক ভরি স্বর্ণ কেনা এবং একটি নতুন মোটরবাইক কেনার খরচ এখন প্রায় সমার্থক।

ছোট হচ্ছে গয়নার আকার স্বর্ণের দাম বাড়ার প্রভাবে ক্রেতাদের আচরণে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জুয়েলারি শপগুলোতে ভারী গয়নার অর্ডার কমে গেছে উল্লেখযোগ্য হারে।

এর বদলে ক্রেতারা এখন কম ওজনের (লাইট ওয়েট) গয়নার দিকে ঝুঁকছেন। আগে যেখানে বিয়ের জন্য ৫-১০ ভরি স্বর্ণ কেনা হতো, এখন তা ২-৩ ভরিতে নামিয়ে আনা হচ্ছে। নেকলেস বা সীতাহারের বদলে চেইন এবং আংটির চাহিদা বেড়েছে।

বাড়ছে ইমিটেশন ও প্লেটেড গয়নার কদর বিয়ে বা বড় কোনো অনুষ্ঠানে এখন আসল স্বর্ণের বিকল্প হিসেবে ইমিটেশন বা গোল্ড প্লেটেড গয়নার ব্যবহার বাড়ছে। গাউছিয়া, নিউমার্কেট ও চাঁদনী চকের গয়নার বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ের কনের সাজের জন্য এখন ৩ থেকে ১৫ হাজার টাকার মধ্যে ‘ব্রাইডাল সেট’ বা ‘সিটি গোল্ড’-এর চাহিদা তুঙ্গে।

দেখতে অবিকল স্বর্ণের মতো হওয়ায় এবং দাম হাতের নাগালে থাকায় মধ্যবিত্ত পরিবারগুলো এই বিকল্প পথ বেছে নিচ্ছে। কেন বাড়ছে দাম? বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী।

এছাড়া তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ মজুদ করছেন, যা বিশ্ববাজারে দাম বাড়ার অন্যতম কারণ। দেশের বাজারেও ডলার সংকটের কারণে আমদানিনির্ভর এই ধাতুর দাম কমানো সম্ভব হচ্ছে না।

ভ্যাট ও মজুরির বাড়তি চাপ স্বর্ণের মূল দামের বাইরেও ক্রেতাদের বড় একটি অংশ খরচ করতে হয় ভ্যাট ও মজুরিতে। প্রতি ভরিতে প্রায় ৭-৮ হাজার টাকা অতিরিক্ত খরচ হয় এই খাতে। অনেক ক্রেতা অভিযোগ করছেন, স্বর্ণের দামের চেয়ে মজুরি ও ভ্যাটের এই বাড়তি চাপ তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X