

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : আজ সকালের দিকে সহকর্মী দ্বারা বিব্রত হতে পারেন। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। সাময়িক পরিস্থিতিতে ব্যবসায় অশান্তি হতে পারে। কর্মজীবনে ধারাবাহিকতা বজায় থাকবে না। ব্যয় বৃদ্ধি পাবে। দাম্পত্যে ক্ষেত্রে বিবাদ বাধতে পারে।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : আজ দাম্পত্য সম্পর্কে বিবাদের যোগ রয়েছে। ব্যবসায় ভাল কিছু আশা করবেন না। চাকরির স্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যয় বাড়তে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতা বজায় থাকবে। পেশাগত বিষয়ে অগ্রগতি হবে। বেলাশেষে ব্যবসায়িক লেনদেনে গতি আসবে।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): আজ শত্রু থেকে কিছুটা সাবধান থাকতে হবে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পারে। আজ নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গল হবে। দাম্পত্য সম্পর্কে অশান্তির যোগ রয়েছে। আজ আপনার যোগাযোগ অবস্থা ভালো হবে।
কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩): কোনও কারণে আজ তর্কে জড়াতে পারেন। কর্মস্থানে শুভ যোগাযোগ বজায় থাকবে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। অপরের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি পাবে। চাকরির স্থানে কিছু জটিলতা বৃদ্ধি। ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। আজ আপনি বিভিন্ন ক্ষেত্রে আর্থিক চাপ অনুভব করতে পারেন। ফলাফল নিয়ে চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকুন।
সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩): আজ কর্মক্ষেত্রে আপনার বিষয়ে সমালোচনা হতে পারে। প্রেমের বিষয়ে কোন কারণে সারাদিন দুশ্চিন্তা থাকবে। স্ত্রীর সাথে আলাপ আলোচনায় শান্তি পাবেন। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা থাকবে। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। আজ শৃঙ্খলার সঙ্গে রুটিন ভালোই বজায় রাখাই ভালো।
কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): আজ বাড়তি কিছু খরচ হতে পারে। ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে এবং তার ফলে ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে বিলম্ব হতে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথমতো চলতে হতে পারে। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। আজ আপনি সেরা কাজগুলি সহজেই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। অর্থনৈতিক দিক শক্তিশালী থাকবে।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): আজ ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের আশঙ্কা। কাজের ব্যাপারে উদ্বেগ থাকলেও সুনাম পাবেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। অতিরিক্ত হঠকারিতা কারণে শারীরিক অসুস্থতা বোধ করতে পারেন। আজ আপনি মেজাজ অনুযায়ী, কাজের আচরণ বজায় রাখতে নাও পারেন। পরিস্থিতি ইতিবাচক হলেও আশঙ্কা থেকে যেতে পারে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : আজ কোনও কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কোনও অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে। ঋণ বৃদ্ধি অব্যাহত থাকবে। আপনার বোঝাপড়া অনুযায়ী কাজ আজ নাও হতে পারে।
ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): আজ কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে। কোন পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে। দুপুরের পর কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে। কোনও কিছু চুরি যেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে। কোনও মানসিক চাপ থাকতে পারে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : দিনটা ব্যস্ততায় কাটবে। আজ অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ করতে পারেন। ব্যবসায় চুরি থেকে সাবধান হোন। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করবেন। পরিবারে খরচ বৃদ্ধি পাবে। বাইরের অশান্তি ঘরে আসতে পারে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): আজ কোনও কারণে প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। তবে আজ আপনি সামাজিক কাজে জড়িত হতে পারেন। পেশাদার প্রচেষ্টায় সেরাটা দেওয়ার মনোভাব বজায় থাকবে। পরিকল্পনার বাস্তবায়ন বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): আজ কোনও কারণে বিলাসিতায় খরচ বাড়তে পারে। বাসায় বিবাদের জন্য মনঃকষ্ট বাড়বে। চাকরির স্থানে কারও সঙ্গে তর্ক হতে পারে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। ধৈর্য, আস্থা ও ইতিবাচক মনোভাব নিয়ে পরিস্থিতির উন্নতি করতে হবে। দায়িত্ববোধ বজায় রাখবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।
মন্তব্য করুন
