

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব ও সংকট মোকাবিলায় তরুণদের কণ্ঠ বিশ্বমঞ্চে পৌঁছে দিতে রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফ্ল্যাশমব Voices of Climate: Our
শনিবার বিকেল ৪টায় ধানমন্ডি লেকের মুক্তমঞ্চে আয়োজিত এ ফ্ল্যাশমবের আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ, জাগো ফাউন্ডেশন-এর জলবায়ু বিষয়ক দেশব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে।
আয়োজনে তরুণরা অভিনয়, সংগীত ও সৃজনশীল পরিবেশনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা, প্রভাব এবং সমাধানের দাবি তুলে ধরেন। লক্ষ্য ছিল—বাংলাদেশের তরুণদের বাস্তব অভিজ্ঞতা ও উদ্বেগকে ব্রাজিলে অনুষ্ঠিতব্য COP-30 সম্মেলনের বৈশ্বিক আলোচনায় অন্তর্ভুক্ত করা।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের কমিটি সদস্য করবী পত্রনবীশ বলেন, বাংলাদেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জলবায়ু সংকটের কণ্ঠস্বর আন্তর্জাতিক মঞ্চে প্রায়ই পৌঁছায় না। এই ফ্ল্যাশমবের মাধ্যমে সেই কণ্ঠগুলোকে তুলে ধরাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।
দেশের আট বিভাগের ১৬টি যুবনেতৃত্বাধীন সংগঠন নিয়ে পরিচালিত এ ক্যাম্পেইনের আওতায় ১১২টিরও বেশি সচেতনতামূলক ভিডিও কনটেন্ট তৈরি করা হচ্ছে। তরুণদের অভিন্ন দাবি ও প্রস্তাবনা সংকলন করে তৈরি করা হবে একটি বিশেষ Climate Capsule , যা COP-30-এ বাংলাদেশের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।
পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান Gildan এ ক্যাম্পেইনে সহযোগিতা করছে এবং ‘অ্যাকশন এইড বাংলাদেশ’ জ্ঞান সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণদের এই উদ্ভাবনী অংশগ্রহণ জলবায়ু আন্দোলনকে নতুন গতি দেবে এবং স্থানীয় বাস্তবতাকে বৈশ্বিক আলোচনায় তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
