

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি জানিয়েছেন, তিনি শিগগিরই তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন।
এর আগে তার আরও ২ বার বিয়ে হয়। সেই সম্পর্কগুলো বেশি দিন টিকেনি। তার এই সম্পর্ক নিয়ে নেটিজেনরা হতাশ। কারণ নতুন বিয়ে কতদিন টিকবে তা নিয়ে তারা শংকায় আছেন।
তিনি নতুন প্রেমের কথা জানান, আর তখন থেকে বেশিরভাগ সময়ই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পাহাড়-জঙ্গল ঘুরে কাটাচ্ছেন। মার্চের মাঝামাঝি মধুমিতা জানান, তারা সাতপাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মধুমিতা বলেন, “আমি এখনই বিয়ের সঠিক তারিখ জানাচ্ছি না, এটি একটু আড়ালে রাখতে চাই। তবে খুব শিগগিরই বিয়ে হবে।” তিনি আরও জানিয়েছেন, বিয়ের ভেন্যু ঠিক করা হয়েছে, কিন্তু শপিং বা প্রস্তুতি কাজ পূজার পর থেকে শুরু হবে। আশা করা হচ্ছে, এক থেকে দেড় মাসের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হবে।
এর আগে তিনি জানান, “বিয়ের পরিকল্পনা রয়েছে এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুর দিকে। কারণ শীত আমাদের দুজনেরই পছন্দের সময়। বিয়ে না হওয়া পর্যন্ত আমরা পাহাড়ে একসাথে ঘুরে স্মৃতি তৈরি করছি।”
বিয়ের প্রস্তুতি ও কাজের চাপের মাঝেও প্রেমিকের সঙ্গে সম্পর্কটা খুবই আনন্দময় রাখার চেষ্টা করছেন মধুমিতা। তিনি বলেন, “আমরা এক বছর ধরে প্রেম করছি এবং এই সময়টা আমরা পুরোটা উপভোগ করেছি। বিয়ের আগে একটু ব্যস্ত থাকাটাই ভালো, এতে দূরত্বে একে অপরকে মিস করার মজাও থাকে।”
মধুমিতা জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বাংলাদেশেও তার ভক্ত কম নয়।
অষ্টাদশী হওয়ার পর মধুমিতা প্রথমবারের মতো সংসার করেছিলেন অভিনেতা সৌরভের সঙ্গে, কিন্তু ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এখন তিনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন।
মন্তব্য করুন

