রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুর বিয়েতে নেচে কপাল খুলল আয়েশার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তানি টিকটক তারকা আয়েশা আজহার একসময় বন্ধুর বিয়েতে ‘মেরা দিল ইয়ে পুকারে আয়া’ গানের তালে নাচে অংশ নিয়ে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিলেন।

তার সেই নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা পরে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতসহ অনেক তারকাকেও অনুকরণ করতে দেখা যায়।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত ও শিক্ষাজীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন আয়েশা। অনুষ্ঠানে তিনি জানান, এখন তিনি মডেলিংয়ে কাজ শুরু করতে চান।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আয়েশা মাধ্যমিক শিক্ষা শেষ করলেও তার শিক্ষাজীবন খুব একটা মসৃণ ছিল না। তিনি স্বীকার করেন, স্কুলজীবনে ভালো ফল করতে পারেননি এবং তিনবার ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন।

তার ভাষায়, পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম না। তবে শেষ পর্যন্ত পাশ করতে পেরেছি—বন্ধুরা নিয়মিত ক্লাসে যেতে আমাকে উৎসাহ দিয়েছে বলেই সম্ভব হয়েছে।” এখন নিজেকে নতুনভাবে গড়ে তুলতেই মডেলিংয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন এই টিকটক তারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন