

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি মালয়েশিয়ায় উদযাপন করেছেন তার জন্মদিন। সেখানে ঘনিষ্ঠ টিম সদস্য ও সহকর্মীদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনটি কাটান তিনি।
জন্মদিনের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তার কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেন—
“আমার জীবনের সবচেয়ে সুন্দর কিছু মুহূর্ত উপহার দিয়েছ তুমি, পরী। এই জন্মদিনের স্মৃতি হবে ভোলার নয়। তোমার জন্য রইল অসীম ভালোবাসা।”
তার এই স্ট্যাটাসে আবেগ প্রকাশ করে পরীমণিও মন্তব্য করেন তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি দিয়ে, লিখেন— “তুমি একটা আমি!”
সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় এই আদান-প্রদান। ভক্তরাও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উষ্ণ প্রশংসা করেছেন।
পরীমণি সবসময়ই নিজের টিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। কস্টিউম ডিজাইনার গোলাম হোসেনও তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু। কাজের বাইরে ঘুরতে যাওয়া বা আড্ডার মুহূর্তে দুজনকে একসঙ্গে দেখা যায় প্রায়ই।
তবে ঘনিষ্ঠ সূত্র জানায়, তাদের সম্পর্ক সম্পূর্ণ পেশাদার ও বন্ধুত্বপূর্ণ।
মন্তব্য করুন
