বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একজন শিল্পী ও মডেল ইমরুল হক ইমন

অমর হাওলাদার বাবুল
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পিএম
expand
একজন শিল্পী ও মডেল ইমরুল হক ইমন

তরুণ কথাসাহিত্যিক ও শিল্পী ইমরুল হক ইমন সমাজ বাস্তবতার গভীরে ডুব দিয়ে তুলে আনছেন জীবনের নানামাত্রিক গল্প। তাঁর রচনায় রয়েছে মৌলিক ভাবনা, তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর চিন্তার দিকনির্দেশনা—যা পাঠককে নতুন দৃষ্টিভঙ্গি দেয়, ভাবায়, কখনও না জানা গল্প শোনায়।

শুধু সাহিত্য নয়, মডেলিং ও চিত্রশিল্পেও তাঁর পদচারণা প্রশংসনীয়। একাধারে কবি, লেখক, শিল্পী ও মডেল হিসেবে নিজেকে গড়ে তুলেছেন বহু চড়াই-উতরাই পেরিয়ে। সহজ ছিল না তাঁর পথচলা—যন্ত্রণা ছিল, সংগ্রাম ছিল; তবুও তিনি পিছিয়ে যাননি। বরং সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করে এগিয়ে গেছেন অদম্য মনোবলে।

ইমন বিশ্বাস করেন, জ্ঞান ও সাধনার মাধ্যমেই অর্জন সম্ভব সঠিক অবস্থান। আর সে কারণেই তিনি নিজের অবস্থান নির্মাণে রেখেছেন কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতার ছাপ। তাঁর মননশীলতা, সুস্থ চিন্তা ও বাস্তবতার সংমিশ্রণে উঠে এসেছে সাহিত্যের এক অনন্য রূপ।

আমি এই প্রতিশ্রুতিশীল লেখকের জন্য আগামীর প্রতিটি দিন হোক আরও উজ্জ্বল, আরও সাফল্যময়—এই শুভকামনা রইল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন