

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের পরিচিত অভিনেত্রী সায়মা কুরেশি বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের মতামত জানিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, “প্রায় ৯৫ শতাংশ পুরুষই জীবনের কোনো এক পর্যায়ে দ্বিতীয় বিয়ে করতে চান।”
৫১ বছর বয়সী এই তারকা আরও বলেন, “অনেকে গোপনে পরকীয়ায় জড়ান, কিন্তু সেটা পরিবারের জন্য ক্ষতিকর। বরং কেউ যদি সত্যিই আরেকটি সম্পর্ক চান, তাহলে বৈধভাবে বিয়ে করাই উত্তম পথ।”
তার মতে, “অন্যের অনুভূতির সঙ্গে খেলা করা ঠিক নয়। দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়—পরকীয়া কোনোভাবেই ইতিবাচক সমাধান নয়।”
সায়মা কুরেশি মনে করেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ মেনে চললে সম্পর্কের টানাপোড়েন কমে এবং ব্যক্তিগত জীবনও সুশৃঙ্খল থাকে।
তার এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ কেউ তার বক্তব্যের পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার অনেকে সমালোচনা করছেন নারী-পুরুষের সমতা প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গি নিয়ে।
উল্লেখ্য, সায়মা কুরেশি পাকিস্তানি অভিনেত্রী রোজিনার মেয়ে। তিনি ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা সৈয়দ নূরকে বিয়ে করেছিলেন, তবে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে তার ছেলে দানিয়াল খান অভিনয় জগতে যুক্ত হয়েছেন।
মন্তব্য করুন
