বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রিমান্ড একটা ফালতু জিনিস, আমি ভয় পাইনি: পরীমনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
অভিনেত্রী পরীমনি
expand
অভিনেত্রী পরীমনি

অভিনেত্রী পরীমনি এবার নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে বড় পর্দায় আসতে যাচ্ছেন।

চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর যে রিমান্ড ও কারাবাসের অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন, সেটিই এবার সিনেমার গল্পের ভিত্তি হতে পারে।

২০২১ সালে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন পরী। তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে সংস্থাটি।

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় তার বিরুদ্ধে। সেই ঘটনায় পরীমনি তিন দফায় মোট সাত দিন রিমান্ডে ছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই সময়ের অভিজ্ঞতা খোলাসা করেন। রিমান্ড প্রসঙ্গে পরীমনি বলেন, “রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত।”

কারাগারে নির্যাতনের প্রশ্নে তিনি বলেন, “আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।”

জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই পরীমনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন। সেই বই ভবিষ্যতে প্রকাশ করবেন তার ছেলে। পাশাপাশি বইয়ের গল্প থেকেই সিনেমা তৈরির ইঙ্গিতও দিয়েছেন তিনি।

পরীমনি বলেন, “আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি।”

কারাবাসের সময়কার অনুভূতি প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, “জেলখানা নিয়ে আমি কখনো কিছু বলিনি। বলতেও চাই না, কারণ সত্যিটা মানুষ জানলে আইনের প্রতি শ্রদ্ধা হারাতে পারে।”

তবে জেলের খাবার নিয়ে ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। পরীমনির ভাষ্য, “জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন