

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবার নতুন ওয়েব সিরিজে হাজির হচ্ছেন সাংবাদিকের চরিত্রে।
‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মাধ্যমে ওটিটি দুনিয়ায় আত্মপ্রকাশের পর, এবার তিনি আরও একটি রহস্যধর্মী সিরিজে দর্শকের সামনে আসছেন।
অদিতি রায় পরিচালিত সিরিজটির নাম ‘অনুসন্ধান’। এটি ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে। গল্প আবর্তিত হয়েছে জেলের মহিলা বন্দিদের সঙ্গে ঘটে যাওয়া অজানা ঘটনা ঘিরে। শুভশ্রী অভিনীত সাংবাদিক চরিত্রটি এমন এক রহস্য উদঘাটনের চেষ্টা করবে, যেখানে কোনও পুরুষের উপস্থিতি না থাকা সত্ত্বেও বন্দিরা গর্ভবতী হচ্ছেন।
শুভশ্রী ছাড়াও সিরিজে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায় এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন অরিত্র দত্ত বণিক।
এই সিরিজের মাধ্যমে শুভশ্রী দর্শকদের নতুন চরিত্র ও গল্পের সঙ্গে পরিচয় করাবেন এবং তাঁর অভিনয় দক্ষতার নতুন দিক তুলে ধরবেন।
মন্তব্য করুন
