শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জীবনকে কাদা ভেদ করে এগোনোর গল্প বললেন জয়া আহসান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
জয়া আহসান
expand
জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময়ই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। তার অভিনয়ের গভীরতা আর ব্যক্তিত্বে মুগ্ধ দর্শকরা, সৌন্দর্যেও তিনি সমসাময়িক অনেকের থেকে আলাদা। তবে ব্যক্তিগত কষ্ট বা জীবনের লড়াই নিয়ে সচরাচর মুখ খোলেন না তিনি। এবার এক লেখার ছলে যেন জীবনের অজানা সংগ্রামের ইঙ্গিত দিলেন জয়া।

ছোটপর্দা থেকে শুরু হয়েছিল তার অভিনয়যাত্রা। তারপর দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন অনেক ওঠানামার ভেতর দিয়ে। তেরো বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ পার করেছেন, তারপর থেকেই যেন নিজের নিয়মে, একলা পথে এগিয়ে চলেছেন। এখন তার ঝুলিতে একের পর এক কাজ। বাংলাদেশের তাণ্ডব সিনেমায় যেমন অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন, তেমনি কলকাতার পুতুল নাচের ইতিকথাতেও পেয়েছেন দর্শকের ভালোবাসা। কিন্তু এই সাফল্য যে সহজে আসেনি, তা নিজেই জানালেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাহিদ হাসান নামে এক লেখকের পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে জয়া লিখেছেন, জীবনের সাফল্য কখনোই শাপলার মতো নয়, যা ভেসে থাকবে আর হাত বাড়ালেই ছিঁড়ে নেওয়া যাবে। সাফল্য ঠিক যেন শোল মাছ ধরার মতো—ডুব দিতে হয়, কাদা খুঁড়ে তুলতে হয়।

কখনো ঢাকাই শাড়িতে ছবি তুলে আলোচনায় এসেছেন, কখনো ব্যক্তিগত পছন্দ-অপছন্দে প্রকাশ করেছেন নিজের সহজ-সরল ভাবনা। তার কথায়, জীবনে খুশি থাকাটাই আসল। তাই কাজের ফাঁকে বাড়ি, বাগান আর পোষ্যদের নিয়েই কাটান অবসর সময়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন