

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি শুধু অভিনয়ের জন্যই নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই শিরোনামে আসেন।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিজের প্রেম, বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে বেশ খোলামেলা কথা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুম্মান রশীদ খান। তিনি যখন প্রশ্ন করেন—“এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?”—তখন পরীমণি উত্তর দেন, “না।” তবে তিনি যোগ করেন, “আমি নিজেও জানি না ঠিক কীভাবে বলব।
আমার মনে হয়, আমি সারাক্ষণ প্রেমে থাকি—এই অনুভূতিটা আমার ভেতরে সব সময় কাজ করে, আর সেটা থাকাটাই ভালো লাগে।”
সঞ্চালক এরপর জানতে চান, তিনি কতবার বিয়ে করেছেন। উত্তরে পরীমণি বলেন, “একবার।” তবে শরীফুল রাজের প্রসঙ্গ তুললে তিনি হাসতে হাসতে বলেন, “জানি না, ওরা হয়তো সবাই সৎস্বামী! যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।”
রাজের সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল না। জীবনে কোনো কিছুই আমি ভুল মনে করি না—সব অভিজ্ঞতাই শেখার মতো।”
অভিনয়ে আসার আগেই পরীমণি খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন বলে জানা যায়।
গত বছর এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে তাদের পুরোনো কিছু ছবি ভাইরাল হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, উনি আমার সৎস্বামী ছিলেন।”
এরপর সঞ্চালক জানতে চান, ভবিষ্যতে তিনি কতবার বিয়ে করতে চান। হেসে পরীমণি বলেন, “ছোটবেলা থেকেই মজা করে বলতাম, আমি বারোটা বিয়ে করব!
তখন বুঝিনি, মজা করেই বলা সেই কথাটা এমনভাবে ছড়িয়ে পড়বে। এখন দেখছি, সবাই সেটাকে সিরিয়াসলি নেয়!”
এর আগে পরীমণির ৩ বিয়ে হয়েছে। তিনি আরও ৯ বার বিয়ে করতে চান। তাহলেই ১২ বার বিয়ে করা হবে।
মন্তব্য করুন
