বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়ার জের: অভিনয় ছেড়ে চাকরির খোঁজে হাসান মাসুদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:০৩ এএম
অভিনেতা হাসান মাসুদ
expand
অভিনেতা হাসান মাসুদ

একসময় ছোটপর্দা থেকে বড়পর্দা— দুই জায়গাতেই জনপ্রিয় ছিলেন অভিনেতা হাসান মাসুদ। নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিলেও, এখন আর তাকে পর্দায় দেখা যায় না।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলেও এবার তিনি ভিন্ন এক কারণেই খবরের শিরোনাম হয়েছেন।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, অভিনয়ে আর ফিরতে চান না। বরং তিনি এখন চাকরির খোঁজ করছেন।

হাসান মাসুদের ভাষায়, “আমি এখন একটা চাকরি করতে চাই— সেটা সাংবাদিকতা, প্রশাসন বা অন্য যেকোনো ক্ষেত্রেই হতে পারে। ভালো সুযোগ পেলে অভিনয় ছেড়ে স্থায়ীভাবে নতুন পথে হাঁটব।”

সাংবাদিকতা থেকেই ক্যারিয়ার শুরু করেছিলেন হাসান মাসুদ। এবার সেই পুরনো পেশায় ফেরার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

“সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে,” বলেন তিনি, “তবে সেটা নির্ভর করছে ভালো কোনো অফার পাওয়া যায় কিনা তার ওপর।”

দর্শকদের প্রতিও একটি বার্তা দিয়েছেন এই অভিনেতা। তার মতে, “সবসময় সত্যের পাশে থাকুন, সৎ থাকুন। এখন পরকীয়ার প্রবণতা সমাজে বেড়েছে, আমি চাই মানুষ এই বিষয় থেকে দূরে থাকুক— তাহলেই জীবন সুন্দর হবে।”

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ক্যাপ্টেন পদে দায়িত্ব পালন করেন হাসান মাসুদ। সাত বছর পর অবসরে গিয়ে যুক্ত হন ক্রীড়া সাংবাদিকতায়। এরপর বিবিসি বাংলায় ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত কাজ করেন তিনি।

সাংবাদিকতা ছেড়ে শোবিজে যাত্রা শুরু করেন মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ব্যাচেলর’ এর মাধ্যমে। পরবর্তীতে **‘মেড ইন বাংলাদেশ’**সহ আরও কয়েকটি সিনেমা ও অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’— এসব নাটকে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন