

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘স্ট্রেঞ্জার থিংস’-এর জনপ্রিয় তারকা স্যাডি সিঙ্ক এখন যোগ দিচ্ছেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (MCU)। আসন্ন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর সেটে সম্প্রতি তাকে দেখা গেছে টম হল্যান্ডের সঙ্গে শুটিং করতে। সেট থেকে ফাঁস হওয়া কিছু ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও নতুন জল্পনার জন্ম দিয়েছে।
ছবিতে দেখা গেছে, স্যাডি তার স্বভাবসুলভ লালচুলেই হাজির হয়েছেন, তবে এবার সম্পূর্ণ নতুন লুকে-ফ্রিঞ্জ চুলের কাট, অনন্য সাজ এবং আধুনিক পোশাকে যেন তিনি আরও আত্মবিশ্বাসী ও চরিত্রে গভীর।
এখন প্রশ্ন উঠছে, স্যাডি সিঙ্ক কি হচ্ছেন ‘মেরি জেন ওয়াটসন’, নাকি তাকে দেখা যাবে নতুন কোনো সুপারহিরো চরিত্রে? অনেকেই ধারণা করছেন, তার পোশাক ও সেটের আবহ দেখে মনে হচ্ছে তিনি হয়তো ‘স্পাইডার-ওম্যান’ বা ‘ফায়ারস্টার’ চরিত্রে অভিনয় করছেন।
অন্যদিকে, টম হল্যান্ডকেও দেখা গেছে শুটিং সেটে অ্যাকশন দৃশ্যে ঝুলন্ত অবস্থায় অভিনয় করতে। কিছুদিন আগেই শুটিং চলাকালে তার মাথায় হালকা আঘাত লাগে, তবে এখন তিনি পুরোপুরি সুস্থ এবং কাজে ফিরেছেন বলে জানা গেছে।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হবে টম হল্যান্ডের চতুর্থ একক স্পাইডার-ম্যান সিনেমা। এটি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরের গল্প নিয়ে তৈরি হচ্ছে। আগের কাহিনিতে দেখা যায়, ডক্টর স্ট্রেঞ্জের জাদুতে সবাই পিটার পার্কারের আসল পরিচয় ভুলে যায়, এমনকি তার প্রিয়জন এমজে (জেনডায়া)–ও তাকে চিনতে পারে না। নতুন সিনেমায় পিটারকে সেই একাকিত্ব ও নতুন বাস্তবতার মুখোমুখি হতে দেখা যাবে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘ব্র্যান্ড নিউ ডে’ হবে মার্ভেল ইউনিভার্সের পরবর্তী মেগা ইভেন্ট ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র ভূমিকা। সেখানে রবার্ট ডাউনি জুনিয়র ফিরবেন এক ভিন্ন রূপে, এবার তিনি থাকবেন ড. ডুম চরিত্রে, একজন ভিলেন হিসেবে।
মার্ভেল ভক্তদের জন্য বড় খবর হলো, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ৩১ জুলাই।
মন্তব্য করুন
