শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লেডি গাগা ফিরছেন ফ্যাশনের জগতে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম
লেডি গাগা ফিরছেন ফ্যাশনের জগতে
expand
লেডি গাগা ফিরছেন ফ্যাশনের জগতে

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ফ্যাশন জগতের ক্লাসিক ছবি ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ফের আলোচনা জাগাচ্ছে। এবার সেই সিনেমার সিকুয়েলে যুক্ত হচ্ছেন হলিউডের সুপারস্টার লেডি গাগা।

ভ্যারাইটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গাগা ডিজনির নতুন সিকুয়েলে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন।

সম্প্রতি শুটিং সেট থেকে তাঁর কয়েকটি ছবি ফাঁস হওয়ার পরই গুঞ্জন শুরু হয়েছিল। পরে নিশ্চিত সূত্র জানিয়েছে, তিনি আসলেই ছবির মূল চরিত্রের একজন। তবে নির্মাতারা এখনই চরিত্রের বিস্তারিত তথ্য প্রকাশ করছেন না।

সিকুয়েলটিতে আগের মতোই পর্দায় ফিরছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচি। প্রথম ছবির জাদু মূলত এই চারজন তারকার উপস্থিতিতে তৈরি হয়েছিল, এবং সিকুয়েলেও তাঁরা একসাথে থাকছেন। নতুন ছবি ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে এবং শুটিং শুরু হয়েছে চলতি বছরের জুনে।

প্রথম ছবিটি লরেন ওয়েইসবর্গারের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল, পরিচালনা করেছিলেন ডেভিড ফ্রাঙ্কেল। ছবিতে তরুণ সাংবাদিক অ্যান্ডি স্যাকস (অ্যান হ্যাথাওয়ে) ‘রানওয়ে’ নামের প্রভাবশালী ফ্যাশন ম্যাগাজিনে কাজ শুরু করেন এবং নির্মম সম্পাদক মিরান্ডা প্রিস্টলি (মেরিল স্ট্রিপ)-এর সহকারী হিসেবে নিজেকে যাচাই করতে থাকেন।

ফ্যাশনের ঝলক, উচ্চাকাঙ্ক্ষা, প্রতিযোগিতা ও ব্যক্তিগত জীবনের সমন্বয়-সবকিছুই নিখুঁতভাবে উপস্থাপন করেছিল প্রথম ছবি।

সিকুয়েলে মূল চরিত্রগুলোর পাশাপাশি দেখা যাবে নতুন কিছু তারকাকেও, যেমন কেনেথ ব্রানা, লুসি লিউ, জাস্টিন থেরো, বি. জে. নভাক, পলিন শালামেট ও সিমোন অ্যাশলি। নতুন প্রজন্মের দর্শকরাও এই সিকুয়েলকে নিয়ে উচ্ছ্বসিত।

ছবিটি প্রযোজনা করছেন ওয়েন্ডি ফিনারম্যান ও ক্যারেন রোজেনফেল্ট, আর চিত্রনাট্য লিখেছেন প্রথম ছবির লেখক অ্যালিন ব্রশ ম্যাককেনা। লেডি গাগার যুক্ত হওয়ায় সিকুয়েলটির প্রতি প্রত্যাশা আরও বেড়েছে।

হলিউড বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর উপস্থিতি ফ্যাশনের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করবে। এখন শুধু বড় পর্দায় সেই জাদু দেখতে বাকি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন