

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-এর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হয়ে হইচই পড়েছে সামাজিক মাধ্যমে। একটি বিলাসবহুল ইয়টে (প্রমোদতরী) তাদের একে অপরকে জড়িয়ে ধরে সময় কাটাতে দেখা গেছে।
শনিবার (১১ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল–এর বরাত দিয়ে ন্যাশনাল পোস্ট জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার উপকূলে কেটি পেরির ব্যক্তিগত ইয়টে তোলা এই ছবিগুলো এখন ভাইরাল।
প্রকাশিত ছবিতে দেখা যায়, কেটি পেরি কালো রঙের সাঁতারের পোশাকে এবং ট্রুডো শার্ট ছাড়া জিন্স ও সানগ্লাস পরে আছেন। তারা একে অপরের বাহুডোরে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন। জানা গেছে, ক্যারাভেলে নামের একটি ইয়টে ছিলেন তারা।
ছবি তোলা এক পর্যটক জানান, আমাদের তিমি দেখার নৌকার পাশে তাদের ইয়টটি এসে থামে। কিছুক্ষণের মধ্যেই দেখি তারা আলিঙ্গন ও চুম্বনে মগ্ন। প্রথমে চিনতে পারিনি, পরে ট্রুডোর কাঁধে থাকা হাইডা র্যাভেন উল্কি দেখে নিশ্চিত হই।
উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর বাম কাঁধে একটি হাইডা র্যাভেন উল্কি রয়েছে, যা তার অন্যতম পরিচিত প্রতীক।
এর আগে গত জুলাই মাসে মন্ট্রিয়লের ‘লে ভালোলন’ নামের একটি রেস্তোরাঁয় কেটি ও ট্রুডোকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড প্রথম সেই খবর প্রকাশ করে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, কেটি ও জাস্টিন খুবই ভদ্র ছিলেন। তারা আমাদের স্টাফদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। অন্যদিকে, কেটি পেরিও চলতি বছরের জুলাইয়ে অভিনেতা অরল্যান্ডো ব্লুম-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
মন্তব্য করুন
