বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেটফ্লিক্সের সিরিজ ঘিরে বিতর্ক ও শেয়ারপাঠের পতন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
নেটফ্লিক্সের সিরিজ
expand
নেটফ্লিক্সের সিরিজ

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কোরিয়ান সিরিজ ‘Genie, Make a Wish’ মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছে। সিরিজে নায়ক চরিত্রের নাম ‘Iblis’, যা ইসলামে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত। মুসলিম দর্শকরা অভিযোগ করেছেন, ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

এই বিতর্ক সামাজিক মাধ্যমে #CancelGenie এবং #BoycottNetflix হ্যাশট্যাগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক মুসলিমপ্রধান দেশ থেকে দর্শক নেটফ্লিক্সকে সিরিজটি সরানোর দাবি তুলেছেন। তাদের দাবি, “Iblis” নামটিকে নায়ক বা রোমান্টিক চরিত্রের সঙ্গে যুক্ত করা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

তবে সিরিজের নির্মাতারা বলছেন, পুরো গল্পটি দেখলে ভুল ধারণা দূর হবে। তারা জানিয়েছেন, চরিত্রের নাম ব্যবহার করা হয়েছে প্রতীকী অর্থে এবং এটি ধর্মকে বিদ্রূপ করার উদ্দেশ্যে নয়।

বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। নিজের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “Cancel Netflix”, এবং অভিযোগ করেছেন, নেটফ্লিক্সে অনেক কনটেন্টে ‘ওয়োক’ বা নির্দিষ্ট মতাদর্শ চাপানো হচ্ছে। মাস্কের মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং এক সপ্তাহের মধ্যে নেটফ্লিক্সের শেয়ারমূল্য প্রায় ৫ শতাংশ কমে যায়।

ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা উপেক্ষার অভিযোগে নেটফ্লিক্স এখনো সিরিজটি সরায়নি। তবে নির্মাতারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বিতর্কের প্রেক্ষাপটে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন