শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যেভাবে ক্রিস্টি মার্টিন হয়ে উঠলেন সিডনি সুইনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম
সিডনি সুইনি
expand
সিডনি সুইনি

হলিউড তারকা সিডনি সুইনি নতুন সিনেমা ‘ক্রিস্টি’ নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন। সিনেমাটি মার্কিন কিংবদন্তি নারী বক্সার ক্রিস্টি মার্টিনের জীবনকাহিনী ভিত্তিক, যেখানে সুইনি ক্রিস্টির চরিত্রে অভিনয় করছেন।

সিডনি জানান, চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে তিনি নিজের জীবনধারাই বদলে নিয়েছেন। প্রতিদিন সকালে এক ঘণ্টা ওয়েট ট্রেনিং, তারপর তিন ঘণ্টা বক্সিং, এবং রাতে আবার এক ঘণ্টা ওয়েট ট্রেনিং—এই রুটিন তিন মাস ধরে চলেছিল। পাশাপাশি একজন পুষ্টিবিদের তত্ত্বাবধানে তিনি প্রোটিন শেক, সাপ্লিমেন্ট এবং পর্যাপ্ত খাদ্য গ্রহণ করেছেন, যার ফলে তার ওজন প্রায় ১৫ কেজি বৃদ্ধি পেয়েছে।

সুইনি বলেন, “ক্রিস্টি মার্টিন নিজেই পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তিনি যেন আমার সেরা বন্ধু হয়ে গিয়েছিলেন। তাঁর সঙ্গে কাজ আমাকে চরিত্রটি আরও ভালোভাবে বোঝার সুযোগ দিয়েছে।”

অভিনেত্রী পুরোপুরি চরিত্রের সঙ্গে মিল রেখে সিনেমার সব বক্সিং দৃশ্যে নিজেই অভিনয় করেছেন এবং কোনো স্টান্ট ডাবল ব্যবহার করেননি। তিনি জানান, “প্রতিটি আঘাত আসল—নকল হলে বাস্তবতার ছোঁয়া মেলে না।”

ক্রিস্টি মার্টিন ১৯৯০-এর দশকে আমেরিকার অন্যতম জনপ্রিয় নারী বক্সার ছিলেন। তবে ২০১০ সালে স্বামী জেমস মার্টিনের হাতে হত্যাচেষ্টার শিকার হন তিনি। সুইনি মন্তব্য করেন, এত নাটকীয় জীবনকাহিনী এখনও বিশ্বের অধিকাংশ মানুষের কাছে অজানা থাকাটা বিস্ময়কর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন