

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হলিউডের প্রভাবশালী অভিনেত্রী কেট উইন্সলেট সম্প্রতি ৫০ বছরে পা দিয়েছেন। চার দশক ধরে অভিনয়ে থাকা এই অভিনেত্রী একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এবং আজও তিনি ফিট ও জনপ্রিয়।
৪ অক্টোবর তার ৫০তম জন্মদিন উদযাপিত হয়েছে। জন্মদিনের পর ভোগ ইউকে-র সঙ্গে সাক্ষাৎকারে কেট উইন্সলেট বলেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর সৌন্দর্য আরও প্রকাশ পায়।
তিনি বলেন, নারীরা বয়সে যত বড় হন, তত সুন্দর হয়ে ওঠেন। মুখ আরও নিজের মতো হয়ে ওঠে, হাড়ের গড়নে জীবনকালের ছাপ ঠিকঠাক বসে যায়। চোখের কোণের রেখা বা হাতের পেছনের বলিরেখা আমি খুব সুন্দর মনে করি।
৫০ বছরে পা দিয়ে কেট নিজের জন্য নতুন কিছু লক্ষ্য নির্ধারণ করেছেন। তিনি বলেন, আমি ৫০তম বছরে ৫০টি ভালো কাজ করব। হয়তো কোনো পাহাড়ে যাব, যেখানে আগে যাইনি, অথবা নতুন কোনো জায়গা দেখব। এছাড়া কারও জন্য নিছক ভালো কিছু করব। এর জন্য আমি একটি ছোট তালিকা তৈরি করছি।
১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমার মাধ্যমে কেট উইন্সলেট বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ঝুঁকিপূর্ণ এবং ভিন্নধর্মী কাজেও অংশ নিয়েছেন, যেমন: ‘হোলি স্মোক!’, ‘কুইলস’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’।
২০০৮ সালে ‘দ্য রিডার’ সিনেমার জন্য কেট উইন্সলেট অস্কারও জিতেছেন। তিনি চলচ্চিত্র ছাড়াও টিভিতেও সাফল্য পেয়েছেন; এইচবিও মিনি সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’ বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। এছাড়া সম্প্রতি অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমাতেও তাকে দেখা গেছে।
কেট উইন্সলেটের ৫০তম জন্মদিন শুধুই বয়স নয়, বরং নতুন লক্ষ্য, নতুন অভিজ্ঞতা এবং নিজের শৈল্পিক যাত্রাকে আরও সমৃদ্ধ করার একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
