বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সেলেনা গোমেজের জীবনের নতুন অধ্যায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো।
expand
সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো।

হলিউড তারকা সেলেনা গোমেজ এবং সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো দীর্ঘ বন্ধুত্ব ও প্রেমের পর শনিবার বিয়ে করেছেন। তাদের সম্পর্কের যাত্রা এক দশকেরও বেশি সময় ধরে চলে।

সেলেনা ইনস্টাগ্রামে বিয়ের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যা দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

দম্পতির পরিচয় হয়েছিল, যখন সেলেনা মাত্র ১৭ বছর বয়সী ছিলেন। মেয়ের সঙ্গীত ক্যারিয়ারের শুরুতে গোমেজের মায়ের মাধ্যমে তারা প্রথম দেখা করেন। এরপর বন্ধুত্ব গড়ে ওঠে এবং ২০২৩ সালে তারা প্রেমের সম্পর্ক শুরু করেন। ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সারেন এই জুটি।

বেনি ব্ল্যাঙ্কো গোমেজের ২০১৫ সালের রিভাইভাল অ্যালবামের দুটি গান প্রযোজনা করেন। পরে ২০১৯ সালে ব্ল্যাঙ্কোর এক গানে অংশ নেন গোমেজ। এই বছরের মার্চে তাদের যুগল অ্যালবাম “I Said I Love You First” মুক্তি পায়, যেখানে মোট ১৪টি গান রয়েছে। প্রকাশের আগে স্পটিফাই ৩৩ মিনিটের এক কথোপকথন প্রকাশ করে, যেখানে দম্পতি তাঁদের সৃজনশীল প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

সেলেনা বলেন, “আমাদের প্রতিদিনের আলাপই অনেকটা গানের মতো হয়ে যেত। কখনোই ভেবেছি না যে আজ গান লিখতে হবে। শুধু আড্ডা দিতাম আর গান তৈরি হয়ে যেত।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন