

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এ লিওনার্দো ডিক্যাপ্রিও জ্যাক ডসনের চরিত্রে অভিনয় করে বিশ্বখ্যাতি অর্জন করেন। তবে এই চরিত্রে কাজ করার সুযোগ প্রথমে পাননি অস্কার মনোনীত অভিনেতা ইথান হক।
সম্প্রতি ব্রিটিশ জিকিউ-কে দেওয়া সাক্ষাৎকারে ইথান হক বলেছেন, “আমি কখনোই লিওর মতো সেই তারকাখ্যাতি সামলাতে পারতাম না। সে পুরোপুরি ‘বিটলস’-এর স্তরের জনপ্রিয়তা নিয়ন্ত্রণ করেছে। আমার জন্য এটা আশীর্বাদ যে আমি ওই চরিত্রে অভিনয় করতে পারিনি।”
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইটানিক’ প্রায় ২.২ বিলিয়ন ডলার আয় করে বিশ্বব্যাপী চর্চা সৃষ্টি করে। তবে ইথান হক সে সময় অভিনয় করেছেন ‘গ্রেট এক্সপেক্টেশান’ ও ‘হেমলেট’-এর মতো চলচ্চিত্রে। তিনি জানান, তারকাখ্যাতির চেয়ে সবসময় অভিনয়কে গুরুত্ব দিয়েছেন এবং সে লক্ষ্য পূরণ করেছেন।
ইথান হক আরও বলেছেন, “তারকাখ্যাতি আসলে কিছুটা অপমানজনক। মিডিয়ার প্রশংসা বা সমালোচনা—দু'টোই প্রভাব ফেলে। সত্যিকারের খ্যাতির চাপ আমি প্রথম অনুভব করি যখন উমা থারম্যানের সঙ্গে সম্পর্ক শুরু হয়।”
২০০১ সালে তিনি ‘ট্রেইনিং ডে’-র জন্য সেরা পার্শ্ব অভিনেতার জন্য অস্কার মনোনয়ন পান। যদিও জিততে পারেননি, তবে সহ-অভিনেতা ডেনজেল ওয়াশিংটন তাকে আশ্বাস দেন, “পুরস্কার তোমার মর্যাদা বাড়ায় না, বরং তোমার জন্য মর্যাদাবান হয়।”
ইথান হক ও উমা থারম্যান ১৯৯৮ সালে বিয়ে করেন। তাদের মেয়ে মায়া হক (বর্তমানে অভিনেত্রী) ও ছেলে লেভন হক জন্মগ্রহণ করে। দম্পতি ২০০৫ সালে বিচ্ছেদ করেন।
মন্তব্য করুন
