

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদক বহনের অভিযোগে আটক হয়েছেন মার্কিন অভিনেতা, নাট্যকার ও প্রযোজক জেরেমি ও. হ্যারিস।
১৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে জাপানে ভ্রমণের সময় ওকিনাওয়ার নাহা বিমানবন্দরে তাকে থামিয়ে তল্লাশি করে জাপানি কাস্টমস কর্মকর্তারা।
ওকিনাওয়া আঞ্চলিক শুল্ক কার্যালয়ের একজন কর্মকর্তা স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তল্লাশির সময় হ্যারিসের লাগেজ থেকে এক গ্রামেরও কম পরিমাণ এমডিএমএ উদ্ধার হয়। মাদক বহনের অভিযোগে ৩৬ বছর বয়সী এই শিল্পীকে গ্রেপ্তারের পর প্রায় তিন সপ্তাহ ধরে জাপানি কর্তৃপক্ষ পুলিশ হেফাজতে রেখেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হ্যারিস ব্যক্তিগত কাজে জাপানে যাচ্ছিলেন। যুক্তরাজ্য থেকে রওনা হয়ে তিনি তাইওয়ানে বিরতি নেন এবং পরে জাপানে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি পুলিশ হেফাজতেই রয়েছেন।
তবে অভিযোগ সম্পর্কে হ্যারিস স্বীকারোক্তি দিয়েছেন কি না এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
জাপানে মাদকের প্রতি কঠোর জিরো-টলারেন্স নীতির কারণে অতীতে বহু বিদেশিকে কারাবাসের মুখোমুখি হতে হয়েছে।
২০১৮ সালে মঞ্চনাটক ‘স্লেভ প্লে’ দিয়ে পরিচিতি পান জেরেমি ও. হ্যারিস। নাটকটি টনি অ্যাওয়ার্ডে সেরা নাটকের শ্রেণিতে মনোনয়ন পেয়েছিল। পাশাপাশি তিনি এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’-র নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন।
তার অভিনীত উল্লেখযোগ্য সিরিজগুলোর মধ্যে আছে ‘গসিপ গার্ল’ এবং ‘হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোস’।
মন্তব্য করুন

