

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডে নিজের অবস্থান তৈরি করতে কঠোর পরিশ্রম করেছেন ভারতীয় অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরি। ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এ অভিনয় করেছেন এবং বলিউডে পা রেখেই নায়ক ইমরান হাশমির বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন। তার বেড়ে ওঠা, শিক্ষা ও ক্যারিয়ারযাত্রা তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
১৯৮৮ সালের ৩০ নভেম্বর হায়দরাবাদে জন্ম শ্রেয়ার। মাত্র দুই মাস বয়সে বাবা–মায়ের সঙ্গে দুবাইয়ে চলে যান। বাবার বদলির চাকরির কারণে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বড় হয়েছেন তিনি। ১৭ বছর বিদেশে কাটানো শ্রেয়ার স্কুলজীবনের বেশিরভাগ সময়ই কেটেছে মধ্যপ্রাচ্যে। পরে উচ্চশিক্ষার জন্য পরিবারসহ ভারতে ফিরে আসেন এবং দিল্লিতে স্থায়ী হন।
তেলঙ্গানার এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস বিষয়ে স্নাতক সম্পন্ন করেন শ্রেয়া। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। চার বছর বয়সে মঞ্চে অভিনয় শুরু করেন এবং ভরতনাট্যম, কুচিপুডি ও কত্থকের মতো শাস্ত্রীয় নৃত্যে পারদর্শিতা অর্জন করেন।
কলেজে পড়ার সময় একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এরপর ২০০৮ সালে জাতীয় স্তরের আরেকটি সৌন্দর্য প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছান।
স্নাতক শেষে দিল্লির একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি করছিলেন শ্রেয়া। পরে বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের পরামর্শে মুম্বাই পাড়ি জমান। তখন ভূমি যশরাজ ফিল্মসের সহকারী কাস্টিং ডিরেক্টর ছিলেন।
মুম্বাই গিয়ে জীবিকা নির্বাহের জন্য মডেলিং শুরু করলেও দ্রুতই বিজ্ঞাপন দুনিয়ায় পরিচিতি পান শ্রেয়া। একের পর এক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজের সুযোগ মিলতে থাকে তার।
পরিশ্রম ও প্রতিভার জোরে আজ তিনি বলিউডের একজন পরিচিত মুখ। তার গল্প তরুণদের জন্য মনে করিয়ে দেয়—অধ্যবসায় থাকলে সফলতা একসময় ধরা দিতেই পারে।
চলতি বছরের জুলাই মাসে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন শ্রেয়া। হলিউড ছবি ‘সুপারম্যান’ থেকে ৩৩ সেকেন্ডের চুমুর দৃশ্য বাদ দিয়ে দেওয়া হয়েছে তা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নায়িকা। সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন)-কে কটাক্ষ করে তিনি লিখেছিলেন, ‘‘তাঁরা চান আমরা যেন চোরাই পথে সিনেমা না দেখি। পয়সা খরচ করে প্রেক্ষাগৃহে যাই। কিন্তু আমরা নিজেদের টাকা খরচ করে কী দেখতে চাই, তা পুরোপুরি আমাদের সিদ্ধান্ত। ৩৩ সেকেন্ডের চুমুর দৃশ্য মুছে ফেলার কারণ কী?’’ সিবিএফসির এই সিদ্ধান্তকে ভর্ৎসনা করেছেন নায়িকা।
মন্তব্য করুন

