

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বিভিন্ন রূপে পর্দায় হাজির হতে হয়। করতে হয় বিভিন্ন দৃশ্যে অভিনয়। কখনও অনিচ্ছা সত্ত্বেও আব্রুও সরাতে হয়। বিষয়টি ভয়ানক অভিজ্ঞতা কারও কাছে। এরকমই জানালেন হলিউড তারকা জেসিকা অ্যালবা।
পর্দা উঠেছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরের। জেদ্দায় আয়োজিত সে উৎসবে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন জেসিকা অ্যালবা।
২০০৫ সালে টিম স্টোরি পরিচালিত মার্ভেলের ছবি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ সু স্টর্ম চরিত্রে অভিনয় করেন জেসিকা। ছবির একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়াতে হয় জেসিকাকে।
তার কথায়, ‘ওই দৃশ্য ছিল ভয়ানক। বাস্তব জীবনে এটা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আর নিজেও বেশ সংযত মানুষ। অনেক দিন ধরে ওই দৃশ্যের কথা ভাবলেই ভয় লাগত। এখনো ওটা আমাকে কষ্ট দেয়।’
তবে দৃশ্যটি অপছন্দের হলেও চরিত্রটি প্রিয় জেসিকার। তার কথায়, ‘সে ছিল মা-সুলভ, দয়ালু কিন্তু একই সঙ্গে দৃঢ়, নিজের মত স্পষ্টভাবে বলত। তার নৈতিক অবস্থান ছিল অসাধারণ। সেই সময় নারী চরিত্রগুলোকে সাধারণত উদ্ধার করে কেউ একজন; নারী ছিল সমস্যার কারণ বা সমস্যা সমাধানের অপেক্ষায়। সু স্টর্ম ছিল আলাদা, আর আমি তাকে শ্রদ্ধা করতাম।’
অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন ছবির খবরও দিয়েছেন জেসিকা। ডাকোটা জনসনের নতুন সিনেমা ‘আ ট্রি ইজ ব্লু’-তে অভিনয় করছেন। সেখানে তার সঙ্গে থাকছেন ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স ও অভিনেত্রী ভ্যানেসা বার্গহার্ট।
মন্তব্য করুন

