শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গম এলাকায় অভিনেতা আফরান নিশো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম
আফরান নিশো
expand
আফরান নিশো

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে দেখা গেছে একটি দুর্গম এলাকায়। তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম শুনলেই মনে পড়ে তাদের নতুন সিনেমা ‘দম’।

নির্মাতা রেদওয়ান রনি তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে কিছু ছবি পোস্ট করে বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন। ছবিতে তিনি লিখেছেন, “‘দম’-এর দম পরীক্ষা”, যা দেখে দর্শকদের ধারণা, সিনেমার কাজের জন্যই তারা সেখানে গেছেন।

ছবি থেকে অনুমান করা যাচ্ছে, সম্ভবত লোকেশন দেখা এবং পরিকল্পনা করার জন্য প্রযোজক, নির্মাতা ও অভিনেতা সেখানে উপস্থিত ছিলেন। কাজাখস্তানে চলেছে সিনেমার লোকেশন রেকি, যাতে আফরান নিশো ও টিম সরেজমিনে সব রোমাঞ্চকর দৃশ্য ও চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন