

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া শুধু অভিনয় নয়, তার স্টাইলিশ লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতিতেও মুগ্ধ ভক্তরা। যদিও তিনি এখন আর অভিনয়ে খুব নিয়মিত নন, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া, যেখানে গালা নাইটে তিনি পারফর্মও করেন। সেই সফরের এক অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সহ-অভিনেতা জায়েদ খানের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।
নুসরাত ফারিয়া বলেন, জায়েদ ভাই দারুণ মনের মানুষ। দিন দিন আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন-নিয়মিত ওয়ার্কআউট করছেন। আমার মনে হয়, এখন বাংলাদেশের প্রায় সব মেয়েরই ফেভারিট তিনি!
তিনি আরও যোগ করেন, আগেও ভালো লাগত, এখন আরও ফিট হয়ে গেছেন। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এতটাই প্রাণবন্ত ও ইতিবাচক যে, যারই মন খারাপ থাকুক না কেন, তার সঙ্গে কথা বললেই মন ভালো হয়ে যায়।
ফারিয়া হাসতে হাসতে আরও বলেন, একবার উনার প্রোগ্রামে বললেন-‘চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভীষণ খুশি হয়েছিলাম! পুরো সময়টা খুব উপভোগ করেছি। আসলে অনেক মজার মুহূর্ত ছিল, কিন্তু ফান পার্টগুলো আপনারা দেখেননি-ওগুলো এডিট করে কেটে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
