বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার হতে পারেন তানজিন তিশা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
তানজিন তিশা
expand
তানজিন তিশা

‘অ্যাপোনিয়া’ (Aponia) নামের একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়েছে।

‘অ্যাপোনিয়া’র এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম মামলাটি দায়ের করেন। তার পক্ষে আইনি নোটিশ পাঠান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার। অভিযোগের ভিত্তিতে এই মামলায় তানজিন তিশাকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অ্যাপোনিয়া কর্তৃপক্ষ জানায়, গত ২২ অক্টোবর ডাকযোগে তিশার বাসার ঠিকানায় এবং তার হোয়াটসঅ্যাপ নম্বরে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে এক সপ্তাহের মধ্যে পণ্যের মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধের পাশাপাশি উদ্যোক্তা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তানজিন তিশা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা (সি আর মামলা নং—৯৬২/২০২৫) করেন আমিনুল ইসলাম। মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলাটি আমলে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। ফলে শিগগিরই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে, তানজিন তিশা নিজের ফেসবুক পেজে দাবি করেছেন, উক্ত শাড়িটি তিনি উপহার হিসেবে পেয়েছিলেন, কোনো আর্থিক লেনদেনের বিষয় ছিল না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন