বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সামিরা-ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম
সামিরা-ডন
expand
সামিরা-ডন

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার (২৭ অক্টোবর) চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা সিনেমার খলনায়ক ডনসহ কিছু আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের এই আদেশ মামলার তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এবং রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আদালতে আবেদন করেন, যেহেতু আসামিরা দেশত্যাগের চেষ্টা করছে এবং যদি তারা পালিয়ে যায়, তবে মামলা তদন্তে বিঘ্ন ঘটতে পারে। তাই তাদের দেশত্যাগে বাধা দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

এর আগে ২০ অক্টোবর ঢাকার আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলার আওতায় নেওয়ার নির্দেশ দেন। সেই দিন মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করেছেন।

মামলায় সামিরার পাশাপাশি অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আবদুস সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকার বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তবু ২৯ বছর পার হলেও তার মৃত্যুর রহস্য এখনও উদঘাটিত হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন