

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সন্দেহভাজনদের দেশত্যাগ রোধে হিলি স্থলবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইমিগ্রেশন চেকপোস্টে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, যাত্রীদের ছবি ও পরিচয়পত্র এখন বিশেষভাবে যাচাই করা হচ্ছে। প্রত্যেকের তথ্য সালমান শাহ হত্যা মামলার সন্দেহভাজনদের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, “হত্যা মামলায় অভিযুক্ত কেউ যেন এ পথে ভারতে পালাতে না পারে, সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নজরদারি জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই আসামিরা দেশত্যাগ করতে না পারে।
মন্তব্য করুন
