

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছোট পর্দার পরিচিত অভিনেত্রী নজিন তিশাকে প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন নারী উদ্যোক্তা। বুধবার অভিনেত্রীর বরাবর এই নোটিশ প্রেরণ করা হয়েছে।
আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, উদ্যোক্তা ঝিলিক পরিচালিত অনলাইন পেজের জন্য অভিনেত্রী শাড়ি পরিধান ও প্রচারণার আশ্বাস দিয়েছিলেন। নোটিশে বলা হয়েছে, ২৮,৮০০ টাকা মূল্যের শাড়িটি অভিনেত্রীকে পেজ প্রমোশনের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।
তবে নোটিশে উল্লেখ করা হয়, নজিন তিশা শাড়ি গ্রহণ করার পর দীর্ঘ ১০ মাস পেজ প্রমোশন করেননি এবং পেজ কর্তৃপক্ষের সঙ্গে অন্তত ৬ মাস ধরে কোনো যোগাযোগ রাখেননি। পেজ কর্তৃপক্ষের নানা যোগাযোগের প্রচেষ্টা উপেক্ষা করার পাশাপাশি, অভিনেত্রী শাড়ির মূল্য পরিশোধে এখনো অনীহা প্রকাশ করেছেন।
নোটিশে আরও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে অভিনেত্রী একটি মন্তব্য করে লিখেছিলেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক”, যা উদ্যোক্তার দাবি অনুযায়ী মানহানিকর, বানোয়াট ও কুরুচিপূর্ণ। নোটিশে উল্লেখ করা হয়েছে, এ ধরনের আচরণ একজন পরিচিত অভিনেত্রী, মডেল ও টিভি উপস্থাপিকার জন্য অনুচিত এবং আইনগত শাস্তিযোগ্য।
আইনি নোটিশে উদ্যোক্তা স্পষ্টভাবে জানিয়েছেন, বিষয়টি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী প্রতারণার অভিযোগ হিসেবে গণ্য করা হবে, এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন
