বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জয়া আহসান কি প্লাস্টিক সার্জারি করেছেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পিএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫০ পিএম
জয়া
expand
জয়া

অভিনেত্রীদের প্রায়ই প্রশ্ন করা হয়, তারা প্লাস্টিক সার্জারি করেছেন কি না। আন্তর্জাতিক স্টারদের মতো ঢালিউডের তারকারাও এই ধরনের মন্তব্যের মুখোমুখি হন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে বিষয়টি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শোতে জয়া বলেন, মানুষ অনেক সময় বলেন, ‘আমার পুরো শরীর প্লাস্টিক সার্জারি করা’ বা ‘হেড টু টো সার্জারি করেছেন’। তিনি আরও যোগ করেন, বোটক্স বা অন্যান্য কিছু ব্যবহারের কথাও মানুষ বলে। তবে এসব মন্তব্যের দিকে তিনি খুব বেশি মন দেন না, বরং মাঝে মাঝে খেয়াল করেন।

প্লাস্টিক সার্জারি করেছেন কি না তা স্পষ্টভাবে জানাননি জয়া। তবে তিনি বলেন, জীবনে যা করেছেন তা তাঁর জন্য প্রয়োজনীয় ছিল এবং তা গ্রহণ করেছেন। জয়া আরও বলেন, জীবনে সবসময় সবকিছু নিখুঁত হওয়া সম্ভব নয়, ভুল করা স্বাভাবিক এবং তা থেকেই তিনি আজকের জয়া।

এছাড়া, জয়া সম্প্রতি বিভিন্ন সময়ে ট্রলের মুখেও পড়েছেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ সিনেমায় ‘মারোওও’ সংলাপের জন্য এবং ‘উৎসব’ সিনেমার একই সংলাপের কারণে তিনি ট্রলের শিকার হন।

কাজের বিষয়ে বলতে গিয়ে জানা যায়, বাংলাদেশ ও ভারতের মিলিত প্রযোজনায় জয়ার অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফেরেশতে’, এবং ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন