সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিজের লড়াইয়ের গল্প শোনালেন শাকিব খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ এএম
expand
নিজের লড়াইয়ের গল্প শোনালেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম—দুটো প্ল্যাটফর্মেই নিয়মিত নিজের ছবি ও আপডেট শেয়ার করছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি বিশেষ ছবি প্রকাশ করেছেন—একটি তাঁর ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার সময়ের, আরেকটি বর্তমান সময়ের।

ছবি দুটির সঙ্গে তিনি লিখেছেন, গত ১১ বছরের শেখা, উত্থান–পতন ও অভিজ্ঞতা তাঁকে আগের চেয়ে আরও দৃঢ় করেছে। সময়ের সঙ্গে তাঁর জীবনের গল্পও পাল্টেছে।

প্রতিটি ধাপ, প্রতিটি ঘটনার মধ্য দিয়ে তিনি নতুনভাবে নিজেকে গড়ে তুলেছেন।

চলচ্চিত্রে দীর্ঘ ২৫ বছরের পথচলায় শাকিব খান বাংলা সিনেমাকে আধুনিকতার পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছেন। এই দীর্ঘ যাত্রা সহজ ছিল না। সামনে ছিল নানা বাধা, সমালোচনা, চ্যালেঞ্জ ও ব্যর্থতা। তবু তিনি লড়ে গেছেন, ফিরে এসেছেন, জয় করেছেন কোটি দর্শকের মন।

নিজের জীবনের এই অধ্যায়গুলো নিয়ে তিনি জানিয়েছেন, জীবনের ভুলগুলো তাঁকে শিখিয়েছে, ব্যর্থতাগুলো তাঁকে গড়েছে। যখন সবাই ভেবেছে, তিনি পারবেন না, তখনও তিনি থামেননি। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু প্রতিবারই তিনি সামনে এগিয়ে গেছেন।

করোনা-পরবর্তী সময়ে দর্শকের সামনে তিনি হাজির হয়েছেন এক নতুন রূপে। বদলে গেছে তাঁর দৃষ্টিভঙ্গি, অভিনয়ের ধরন, এমনকি দর্শকের সঙ্গে সম্পর্কের ধরনও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন